ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ | WB ICDS New Recruitment 2023

WB ICDS New Recruitment

WB ICDS New Recruitment 2023:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। ICDS অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেতন , আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন।

পদের নাম: ICDS Anganwadi Helper (AWH)

বয়সসীমা: ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে শুধু মাত্র উচ্চমাধ্যমিক পাস করে থাকলেই ইচ্ছুক চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া আর অন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নীচে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড এর জন্য লিংক দেওয়া হয়েছে। নিজ এলাকার বিডিও অফিসে জমা দিতে হবে।

অ্যাপ্লিকেশন ফর্মটি A4 সাইজে প্রিন্টআউট করে ফিল আপ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিতে হবে।

Also read: ICDS অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ | WB ICDS New Recruitment 2023

প্রয়োজনীয় ডকুমেন্টস:

• ভোটের কার্ড অথবা আধার কার্ড

• বয়সের প্রমাণপত্র

• রেসিডেন্সিয়াল সার্টিফিকেট

• শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

• কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

• 2 কপি পাসপোর্ট সাইজের ফটো

নিয়োগ প্রক্রিয়া: এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। মোট 90 নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। নীচে নোটিফিকেশন লিংক এ সিলেবাস উল্লেখ করা আছে। সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের পরীক্ষা হবে।

আবেদনের তারিখ: ইচ্ছুক প্রার্থীরা ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 10-11-2023 তারিখ থেকে 05-12-2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Important Links:

Official Website: Click Here

Official Notification: Click Here