রাজ্য স্বাস্থ্য দপ্তরে BPC পদে চাকরিতে নিয়োগ | New WB Health BPC Recruitment 2023

WB Health BPC Recruitment

রাজ্যের স্বাস্থ্য দপ্তরে BPC (WB Health Recruitment 2023) পদে নিয়োগ:

পচ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফে BPC পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্ত জারি করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন পদে নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এখনও নানান পদে নিয়োগ করা হচ্ছে। এটি সেইসব পদ গুলির মধ্যে অন্যতম। বিস্তারিত জানতে পুরো বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।

নিয়োগকারী সংস্থা: পচ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে প্রার্থী নিয়োগ করা হচ্ছে।

পদের নাম: BCP তথা ব্লক প্রোগ্রাম কো অর্ডিনেটর পদে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে প্রার্থীদের Job এর জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে অবশ্যই কম্পিউটারে MS Office ও Internet এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর। অর্থাৎ এই বয়সের মধ্যে যে কেউ আবেদনের যোগ্য।

সরকারি নিয়ম অনুযায়ী অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি যেমন ST/ SC প্রার্থীদের বয়সে ৫ বছরের এবং OBC প্রার্থীদের বয়সে ৩ বছরের ছাড় দেওয়া হবে।

বেতন: আপনি যদি এই পদের জন্য আবেদন করেন এবং চাকরি পান তাহলে নিয়োগের পর কর্মী পিছু 15,000/- টাকা মাসিক বেতন দেওয়া হবে। সঙ্গে এক্সট্রা 18,00/- টাকা Mobility Support হিসেবে প্রদান করা হবে।

Also read: ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ | NFL New Recruitment 2023

আবেদন পদ্ধতি: প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। নীচে আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে।

1. নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে একটি আবেদন পত্র/এপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।

2. সেক্ষেত্রে নিজের নাম, ঠিকানা, বয়স, জেন্ডার, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, সক্রিয় মোবাইল নম্বর, ই-মেইল আইডি ইত্যাদি তথ্য দিয়ে আবেদন পত্র/এপ্লিকেশন ফরম্যাটটি বানিয়ে নিতে হবে।

3. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ভালো করে জেরক্স করে এবং সই করে আবেদন পত্র/এপ্লিকেশন ফরম্যাট এর সঙ্গে যুক্ত করে দিতে হবে।

4. সব শেষে এপ্লিকেশন ফরম্যাটটি একটি খামের ভিতরে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস যুক্ত করে দিতে হবে-

1. বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট।

2. শিক্ষাগত যোগ্যতার প্রমান হিসেবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পাসের মার্কশিট।

3. কম্পিউটার কোর্সের সার্টিফিকেট।

4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

5. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড।

আবেদনের সময়সীমা: আগামী 24-11-2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন লিংক দেওয়া রয়েছে ডাউনলোড করে জেনে নিতে পারবেন।

Important Links:

Official Notification: Click Here

Official Website: Click Here

Leave a Comment