রাজ্যজুড়ে 8283 শূন্যপদে স্টেট ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি | SBI Clerk Job Recruitment 2023

SBI Clerk Job

SBI Clerk Job New Recruitment 2023:

স্টেট ব্যাংকে ক্লার্ক লেভেলের পদে কর্মী নিয়োগ:

যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরি খোঁজ করছেন এবং যারা ব্যাংক বিভাগে চাকরি করতে চান তাদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি স্টেট ব্যাংকের তরফ থেকে ক্লার্ক লেভেলের পদে (SBI Clerk Job Recruitment) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সবথেকে বড়ো কথা এখানে আট হাজারের ও অধিক পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে চাকরি প্রার্থীরা যেকোনো প্রান্ত থেকে আবেদন জানাতে পারবেন।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন।

নিয়োগকারী সংস্থা: দেশের সব থেকে বড়ো ব্যাংক তথা স্টেট ব্যাংক এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে নানা দেশের রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

পদের নাম: স্টেট ব্যাংকের এই নিয়োগের মধ্য দিয়ে ক্লার্ক লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বিশেষ করে জুনিয়র অ্যাসোসিয়েট নামক ক্লারিকাল ক‍্যাডার পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ: এখানে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সব মিলিয়ে মোট 8283 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্রাজুয়েশন ডিগ্রি পাস করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা: স্টেট ব্যাংকে ক্লার্ক লেভেলের পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 20 থেকে 28 বছর। অর্থাৎ এই বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণির চাকরি প্রার্থীদের যেমন- ST/SC প্রার্থীরা 5 বছরের এবং OBC প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।

মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিত পে স্কেল উল্লেখ করা হয়েছে।

Also read: বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ, বেতন- 50,000/- | Powergrid Job New Recruitment 2023

আবেদন প্রক্রিয়া: এখানে চাকরি প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

1. নীচে দেওয়া ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংক এ ক্লিক করুন।

2. নিজের বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে।

3. নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, বয়স, জেন্ডার, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ইত্যাদি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিলাপ করুন।

4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সই এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এক এক করে আপলোড করুণ।

5. সব শেষে সাবমিট বটমে ক্লিক করুন এবং আবেদন পত্রের প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন।

আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

আবেদনের সময়: 17-11-2023 তারিখ থেকে 07-12-2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন জানাতে হবে।

Important Link:

Official Notification: Click Here

Official Website: Click Here

Apply Online: Click Here

Leave a Comment