মাধ্যামিক পাসে MTS নিয়োগ, ১৭ হাজার ক্লার্ক | Urgent ESIC 17710 Post Recruitment 2023

ESIC 17710 Post Recruitment

শ্রম দপ্তরে ১৭ হাজার ক্লার্ক নিয়োগ:

MTS Recruitment 2023:

আপনি যদি পচ্চিমবঙ্গের চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। শ্রম দপ্তরের পক্ষ থেকে খুব সম্প্রতি একটি Job Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ছেলে মেয়ে সহ পচ্চিমবঙ্গের সব নাগরিক আবেদন করতে পারবেন।

এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স , বেতন, আবেদনের তারিখ, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

নিয়োগকারী সংস্থা: Employees State Insurance Corporation / ESIC এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ: এখানে বিভিন্ন ধরনের পদে Job প্রার্থীদের নিয়োগ করা হবে।

শূন্যপদ: এখানে বিপুল পরিমাণের কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা 17,710

আবেদনের তারিখ: 2024 এর শুরুতে

পদের বিবরণ ও শূন্যপদ (ESIC Job Recruitment 2023):

১) পদের নাম – Multi Tasking Stuff:

শূন্যপদ: এখানে মোট 33,415+ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এখানে আবেদন করতে হলে প্রার্থীকে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়স হতে হবে। বয়সের হিসেব হবে 01-10-2024 তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন: এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ১ অনুযায়ী প্রতিমাসে 18,000/- টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

২) পদের নাম- Lower Division Clark:

শূন্যপদ: এখানে মোট 1923+ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: অফিসিয়াল নোটিফিকেশনে উল্লিখিত নেই।

বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশনে এই পদের জন্য বয়সসীমা সেভাবে উল্লিখিত নেই।

মাসিক বেতন: এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে 19,000/- থেকে 63,200/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

৩) পদের নাম – Upper Division Clerk/ Upper Division Clerk Cashier:

শূন্যপদ: এখানে মোট 6435+ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এখানে আবেদন করতে হলে আবেদন প্রার্থীকে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়স হতে হবে। বয়সের হিসেব হবে 01-10-2024 তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন: এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ২ অনুযায়ী প্রতিমাসে 25,500/- থেকে 81,100/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

Also read: কেন্দ্রীয় সংস্থায় সুপারভাইজার পদে কর্মী নিয়োগ | New BHEL Recruitment 2023

৪) পদের নাম: Head Clerk / Assistant:

শূন্যপদ: এখানে মোট 3415+ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: অফিসিয়াল নোটিফিকেশনে উল্লিখিত নেই।

বয়সসীমা: অফিসিয়াল নোটিফিকেশনে উল্লিখিত নেই।

মাসিক বেতন: এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ৬ অনুযায়ী প্রতিমাসে 35,400/- থেকে 1,12,400/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

৫) পদের নাম – Social Security Officer/ Manager Grade II/ Superintendent:

শূন্যপদ: এখানে মোট 2596+ জনকে নিয়োগ করা হবে।

যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রি পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা(MS অফিস, ডেটাবেস ) থাকলে আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এখানে আবেদন করতে হলে আবেদন প্রার্থীকে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে। বয়সের হিসেব হবে 01-10-2024 তারিখ অনুযায়ী। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন: এই পদে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে পে লেভেল ৭ অনুযায়ী প্রতিমাসে 44,900/- থেকে 1,42,400/- টাকা পর্যন্ত মাইনে দেওয়া হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি:

এই পদগুলোতে ৩ টি ধাপের মধ্য দিয়ে চূড়ান্ত প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে job আর জন্য নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক প্রার্থীরা নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং সম্প্রতিক তোলা রঙিন ফটো ও সই সহ আবেদন পত্র পূরণ করে আপলোড করতে হবে।

সবশেষে ফর্মটি প্রিন্টআউট করে নিতে হবে।

Important Links:

Official Notice: Click Here

Official Website: Herehttps://www.esic.gov.in/

Leave a Comment