ভারতীয় পোস্ট অফিসে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ | India Post Office Job Recruitment 2023

India Post Office Job New Recruitment 2023:

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় পোস্ট অফিসে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খুব সহজেই অনলাইনের মাধ্যমে এখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি ভালো করে পড়ে নিন।

নিয়োগকারী সংস্থা: Ministry of Communication Department of Post এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মোট শূন্যপদ: এখানে মোট ১,৮৯৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:

• Postal Assistant

• Sorting Assistant

• Postman

• Mail Guard

• Multi Tasking Staff

বয়সসীমা: ভারতীয় পোস্ট অফিসে আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশনে পদ অনুযায়ী চাকরি প্রার্থীদের বয়সসীমা ধার্য করা হয়েছে-

• Postal Assistant: 18 – 27 Years

•Sorting Assistant: 18 – 27 Years

• Postman: 18 – 27 Years

• Mail Guard: 18 – 27 Years

• Multi Tasking Staff: 18 – 25

বেতনসীমা: ভারতীয় পোস্ট অফিসে আবেদন করার পর চাকরি হলে প্রতি মাসে চাকরি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী প্রতিটি পোস্টের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। কোন পোস্টে কত বেতন দেওয়া হবে নীচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে-

• Postal Assistant: এই পদের ক্ষেত্রে মাসিক বেতন 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত।

• Sorting Assistant: এই পদের ক্ষেত্রে মাসিক বেতন 25,500/- টাকা থেকে 81,100/- টাকা পর্যন্ত।

• Postman: এই পদের ক্ষেত্রে মাসিক বেতন 21,700/- টাকা থেকে 69,100/- টাকা পর্যন্ত।

• Mail Guard: এই পদের ক্ষেত্রে মাসিক বেতন 21,700/- টাকা থেকে 69,100/- টাকা পর্যন্ত।

• Multi Tasking Staff: এই পদের ক্ষেত্রে মাসিক বেতন 18,000/- টাকা থেকে 56,900/- টাকা পর্যন্ত।

Also read: ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ | Data Entry Operator Job Recruitment 2023

আবেদনের সময়সীমা: ভারতীয় পোস্ট অফিসে চাকরির জন্য আবেদন শুরু হয়েছে 10-11-2023 তারিখ থেকে যা চলবে 09-12-2023 তারিখ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া: এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর বাকি ফর্ম ফিলাপ করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে।

নীচে আবেদন করার জন্য লিংক দেওয়া হয়েছে।

Important Links:

Official Website: Click Here

Official Notification: Click Here

Online Application Link: Click Here

Leave a Comment