নূন্যতম উচ্চমাধ্যমিক পাসে NIOS এর তরফে গ্রুপ A, B ও C পদে কর্মী নিয়োগ | NIOS Recruitment 2023

NIOS Recruitment

NIOS (National Institute of Open Schooling) Job Recruitment 2023:

সম্প্রতি NIOS তথা (National Institute of Open Schooling) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। NIOS এর এই নিয়োগের মধ্য দিয়ে মূলত গ্রুপ A, B ও C লেভেলের পদে প্রার্থীদের চাকরির জন্য নিয়োগ করা হবে। এই নিয়োগের উল্লেখ্য বৈশিষ্ট্য হলো এখানে নূন্যতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। নীচে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পদের নাম: NIOS এর এই নিয়োগের মাধ্যমে মূলত গ্রুপ A, B ও C লেভেলের পদে কর্মীদের নিয়োগ করা হবে।

গ্রুপ A লেভেল:

1. Deputy Director

2. Assistant Director

3. Academic Officer

গ্রুপ B লেভেল:

1. Section Officer

2. Public Relation Officer

3. EDP Supervisor

4. Graphic Artist

5. Junior Engineer

গ্রুপ C লেভেল:

1. Assistant

2. Stenographer

3. Junior Assistant

4. Multi Tasking Staff

শিক্ষাগত যোগ্যতা: খুব সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অর্থাৎ প্রাইমারী স্কুল পাস করে থাকলেই এখানে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া গ্রুপ C লেভেলের পদ যেমন Assistant, Stenographer, Junior Assistant পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।

অন‍্যান‍্য গ্রুপ A এবং গ্রুপ B লেভেলের পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা পাস করে থাকতে হবে।

Also read: মাধ্যমিক পাস যোগ্যতায় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি |শূন্যপদ- 1697 | Railway New Recruitment 2023

বয়স: গ্রুপ C লেভেল পদে আবেদনের জন্য বয়সের উর্ধ্বসীমা হল 27 বছর।

গ্রুপ B লেভেল পদে আবেদনের জন্য বয়স হতে হবে 37 বছরের মধ্যে। তবে শুধুমাত্র জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা হল 30 বছর।

গ্রুপ A লেভেল পদে প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা 37 বছর। তবে ডেপুটি ডিরেক্টর পদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা 50 বছর।

মাসিক বেতন: মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতন 18,000/- টাকা থেকে 56,900/- টাকা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বেতন 19,900/- টাকা থেকে 63,200/- টাকা, অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 25,500/- থেকে 81,100/- টাকা পর্যন্ত।

ইডিপি সুপারভাইজার, গ্রাফিক আর্টিস্ট ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মাসিক বেতন 35,400/- থেকে 1,12,400/- টাকা, সেকশন অফিসার ও পাবলিক রিলেশন অফিসার পদের ক্ষেত্রে কর্মীদের মাসিক বেতন 44,900/- থেকে 1,42,400 টাকা পর্যন্ত।

অ্যাকাডেমিক অফিসার পদের ক্ষেত্রে বেতন 56,100/- থেকে 1,77,500/- টাকা পর্যন্ত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের ক্ষেত্রে মাসিক বেতন 67,700/- থেকে 2,08,700/- টাকা, ডেপুটি ডিরেক্টর পদের ক্ষেত্রে মাসিক বেতনক্রম 78,800/- থেকে 2,09,200/ টাকা।

আবেদন প্রক্রিয়া: এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নীচে দেওয়া অনলাইন আবেদনের লিংক এ ক্লিক করুন।

নিজের নাম, বয়স, জেন্ডার, ক্যাটাগরি, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করুন।

এরপর নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সই এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এক এক করে আপলোড করে সাবমিট করুন। সবশেষে ফর্মটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন।

আবেদনের সময়সীমা: আগামী 30-11-2023 তারিখ থেকে 21-12-2023 তারিখের মধ্যে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতো পারবেন।

আরও বিস্তারিত জানতে নীচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।

Important Links:

Official Notification: Link 1 Link 2

Official Website: Click Here

Apply Online: Click Here

Leave a Comment