অষ্টম ও মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ | Group D Clerk New Recruitment 2023

Clerk, Stenographer and Group D Recruitment job

Clerk, Stenographer and Group D Recruitment 2023:

রাজ্যের আলিপুরদুয়ার জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র অষ্টম শ্রেণী বা মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন জানাতে পারবেন। ক্লার্ক, গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত জেলা আদালতেই কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে নূন্যতম অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা: প্রাপ্ত বয়স্ক এবং সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। প্রাক্তন সরকারি সমরকর্মীরা (Retired Government Employees) আবেদন করতে পারবেন।

পদ – বেঞ্চ ক্লার্ক:

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে নূন্যতম মাধ্যামিক পাস যোগ্যতা থাকতে হবে সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকা আবশ্যক।

পদ – ইংলিশ স্টেনোগ্রাফার:

শিক্ষাগত যোগ্যতা: ইংলিশ স্টেনোগ্রাফার এর ক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর সঙ্গে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও টাইপিং এ দক্ষতা থাকতে হবে।

পদ – গ্রুপ ডি পিওন:

শিক্ষাগত যোগ্যতা: গ্রুপ ডি পিওন পদে আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণী পাস করব থাকতে হবে।

আবেদন পদ্ধতি: ক্লার্ক ও গ্রুপ ডি পদে আবেদনের জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে।

১) নীচে দেওয়া লিংক থেকে আবেদন পত্র বা আপ্লিকেশন ফরম্যাট টি ডাউনলোড করে নিন।

২) নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য যেমন নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জাতিগত শংসাপত্র, ঠিকানা ইত্যাদি দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন।

৩) নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদন পত্রের সঙ্গে যুক্ত করুন।

৪) এরপর আবেদন পত্রের নির্দিষ্ট জায়গায় নিজের সিগনেচার করুন।

৫) সব শেষে নিজের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

Also read: DM অফিসে সার্ভেয়ার পদে কর্মী নিয়োগ | DM Office Surveyor Recruitment 2023

আবেদনের সময়সীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 24/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

নীচে দেওয়া লিংক এ ক্লিক করে সরাসরি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

Important Links:

Official Notification/ Application Form: Click Here

Official Website: Click Here

Leave a Comment